একটি পাত্রে ১/৪ কাপ তেল দিয়ে গোটা গরম মসলা ও শুকনা মরিচ ফোঁড়ন দিন। এরপর এতে পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে নিন। ভাজা হলে আদা বাটা, রসুন বাটা, ফেটানো টক দই, মরিচ, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মাঝারি আঁচে ১ মিনিট ভেজে, ১/৪ কাপ পানি দিতে হবে। এই পানি শুকিয়ে উপরে তেল ভেসে উঠলে এতে কিমা দিয়ে দিতে হবে, চুলার আঁচ বাড়িয়ে মসলার সাথে কিমা কিছুক্ষণ কষিয়ে নিন।
কিমা মসলার সাথে ২-৩ মিনিট কষানো হলে এতে কিউব করে কেটে রাখা আলু, টমেটো ও মটরশুটি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে ৫ মিনিট। ঢাকনা তুলে ভালো ভাবে নেড়ে-চেড়ে দিন, উপরে তেল ভেসে উঠলে আরও ১/৪ কাপ গরম পানি দিন। আলু সিদ্ধ হওয়া পর্যন্ত এটি ঢেকে কম আঁচে রান্না করতে হবে। মাঝে নেড়ে চেড়ে দিয়ে আলু নরম হয়েছে কিনা দেখতে হবে এবং সিদ্ধ না হলে আরও ১/৪ কাপ পানি দেওয়া যেতে পারে। আলু সিদ্ধ হয়ে গেলে ঝোল কিছুটা মাখা-মাখা রেখে এতে কাঁচা মরিচ দিয়ে ঝোল একেবারে কমিয়ে নামিয়ে নিন।